كَلَّا ؕ
بَلْ
لَّا
یَخَافُوْنَ
الْاٰخِرَةَ
۟ؕ
3

না, এটা হবার নয়। বরং তারা তো পরকালের ভয় পোষণ করে না। [১]

[১] অর্থাৎ, তাদের ভ্রষ্টতার কারণ হল, আখেরাতের উপর ঈমান না আনা এবং তা মিথ্যা ভাবা। আর এই জিনিসই তাদেরকে ভয়শূন্য বানিয়ে দিয়েছে।