والذين في اموالهم حق معلوم ٢٤
وَٱلَّذِينَ فِىٓ أَمْوَٰلِهِمْ حَقٌّۭ مَّعْلُومٌۭ ٢٤
وَالَّذِیْنَ
فِیْۤ
اَمْوَالِهِمْ
حَقٌّ
مَّعْلُوْمٌ
۟
3

আর যাদের সম্পদে নির্ধারিত হক রয়েছে-[১]

[১] অর্থাৎ, ফরয যাকাত। অনেকের নিকট এ হক ব্যাপক। ওয়াজিব যাকাত ও নফল সাদাকা উভয়ই এর মধ্যে শামিল।