وَاَنَّهٗ
هُوَ
رَبُّ
الشِّعْرٰی
۟ۙ
3

আর এই যে, তিনি লুব্ধক নক্ষত্রের প্রতিপালক।[১]

[১]( (লুব্ধক বা সিরিয়াস নক্ষত্র।) রব্ব তথা প্রতিপালক তো তিনিই সকল বস্তুর। এখানে এই তারার নাম এই জন্য উল্লেখ করেছেন যে, আরবের কোন কোন গোত্র তার পূজা করত।