ناصية كاذبة خاطية ١٦
نَاصِيَةٍۢ كَـٰذِبَةٍ خَاطِئَةٍۢ ١٦
نَاصِیَةٍ
كَاذِبَةٍ
خَاطِئَةٍ
۟ۚ
3

যা মিথ্যাবাদী, পাপিষ্ঠ চুলের ঝুঁটি। [১]

[১] চুলের ঝুঁটির উক্ত গুণ রূপক হিসাবে ব্যবহার হয়েছে। (আসলে এ গুণ ঐ চুলের ঝুঁটি-ওয়ালার। যে) মিথ্যাবাদী নিজের কথায় ও পাপাচারী নিজের কর্মে।