وَلِسَانًا
وَّشَفَتَیْنِ
۟ۙ
3

আর জিহ্বা ও ওষ্ঠাধর? [১]

[১] জিহ্বা দ্বারা সে কথা বলে এবং নিজের মনের ইচ্ছা প্রকাশ করতে পারে। আর ওষ্ঠাধর (দুই ঠোঁট) দ্বারা সে বলা এবং খাওয়ার কাজে সহযোগিতা নিয়ে থাকে। এ ছাড়া এগুলো তার চেহারা ও মুখমন্ডলের সৌন্দর্যের বিশেষ কারণও বটে।

Maksimalkan pengalaman Quran.com Anda!
Mulai tur Anda sekarang:

0%