عَلَیْهِمْ
نَارٌ
مُّؤْصَدَةٌ
۟۠
3

তাদের উপরই রয়েছে অবরুদ্ধ অগ্নি।[১]

[১] مؤصَدَة এর অর্থ হল مُغلَقَة অর্থাৎ বন্ধ। তার মানে হল, তাদেরকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করে তার চতুর্দিক বন্ধ করে দেওয়া হবে। যাতে প্রথমতঃ আগুনের সম্পূর্ণ তাপ তাদেরকে পৌঁছে এবং দ্বিতীয়তঃ সেখান হতে পলায়ন করে কোথাও যেতে না পারে।

Maksimalkan pengalaman Quran.com Anda!
Mulai tur Anda sekarang:

0%