لَاۤ
اُقْسِمُ
بِهٰذَا
الْبَلَدِ
۟ۙ
3

শপথ করছি এই (মক্কা) নগরের।[১]

[১] নগর বলে মক্কা নগরীকে বোঝানো হয়েছে। সূরাটি অবতীর্ণ হওয়ার সময় নবী (সাঃ) মক্কাতেই অবস্থিত ছিলেন। তাঁর জন্মস্থানও ছিল মক্কা শহর। অর্থাৎ, আল্লাহ তাআলা নবী (সাঃ)-এর জন্মস্থান এবং বাসস্থানের কসম খেয়েছেন। যার কারণে তার অতিরিক্ত মর্যাদার কথা সুস্পষ্ট হয়।

Maksimalkan pengalaman Quran.com Anda!
Mulai tur Anda sekarang:

0%