তোমরা কি এমন ধারণা পোষণ কর যে, তোমরা জান্নাতে প্রবেশ লাভ করবে, অথচ এখনও পর্যন্ত তোমাদের আগের লোকেদের মত অবস্থা তোমাদের সামনে আসেনি? তাদেরকে অভাবের তীব্র তাড়না এবং মুসীবত স্পর্শ করেছিল এবং তারা এতদূর বিকম্পিত হয়েছিল যে, নাবী ও তার সঙ্গের মু’মিনগণ চিৎকার করে বলেছিল- আল্লাহর সাহায্য কখন আসবে? জেনে রেখ, নিশ্চয়ই আল্লাহর সাহায্য নিকটবর্তী।
Notes placeholders
প্রিয় কুরআনের সাহাবী,
আমরা সর্বদা বিনামূল্যে বিশ্বকে কুরআনের জ্ঞান ও প্রযুক্তি পরিবেশন করতে প্রতিশ্রুতিবদ্ধ।
ক্রমাগত দাতব্য (সদকা জারিয়াহ) জন্য উপযুক্ত সুযোগ। মাসিক (বা একবার) দাতা হিসাবে আপনার পরকালে বিনিয়োগ করুন।