وَاللّٰهُ
جَعَلَ
لَكُمُ
الْاَرْضَ
بِسَاطًا
۟ۙ

আর আল্লাহ তোমাদের জন্য ভূমিকে বিস্তৃত করেছেন --[১]

[১] অর্থাৎ, এটাকে বিছানার মত বিছিয়ে দিয়েছেন। তোমরা এর উপর ঐভাবেই চলাফেরা করে থাক, যেভাবে তোমরা নিজেদের ঘরে বিছানার উপর চলাফেরা ও উঠা-বসা কর।