وَاِنَّ
جُنْدَنَا
لَهُمُ
الْغٰلِبُوْنَ
۟

এবং নিঃসন্দেহে আমার বাহিনীই বিজয়ী হবে। [১]

[১] যেমন অন্য স্থানে বলেছেন, (كَتَبَ اللهُ لاَغْلِبَنَّ اَنَا وَرُسُلِيْ) (সূরা মুজাদালাহ ৫৮:২১ আয়াত)