الَّذِیْنَ
هُمْ
یُرَآءُوْنَ
۟ۙ

যারা লোক প্রদর্শন (করে তা) করে, [১]

[১] অর্থাৎ, এই শ্রেণীর লোকেদের নিদর্শন এই যে, তারা লোক মাঝে থাকলে নামায পড়ে নেয়; নচেৎ তারা নামায পড়ার প্রয়োজনই বোধ করে না। অর্থাৎ, তারা কেবলমাত্র লোক প্রদর্শন করার জন্যই নামায পড়ে।