وهو يخشى ٩
وَهُوَ يَخْشَىٰ ٩
وَهُوَ
یَخْشٰى
۟ۙ

সভয় মনে, [১]

[১] অর্থাৎ, আল্লাহর ভয়ও তার হৃদয়ে আছে, যার কারণে আশা করা যায় যে, তোমার বাণী তার জন্য উপকারী হবে। আর সে তা গ্রহণ করবে এবং তার উপর আমল করবে।