ثُمَّ
جَعَلْنٰكُمْ
خَلٰٓىِٕفَ
فِی
الْاَرْضِ
مِنْ
بَعْدِهِمْ
لِنَنْظُرَ
كَیْفَ
تَعْمَلُوْنَ
۟

অতঃপর আমি তাদের স্থলে তোমাদেরকে তাদের পর ভূমন্ডলে আবাদ করলাম,[১] যেন আমি প্রত্যক্ষ করি যে, তোমরা কিরূপ কাজ কর।

[১] خلائف, خليفة এর বহুবচন। যার অর্থ হল, পূর্ব জাতির প্রতিনিধি। অথবা এক অপরের প্রতিনিধি বা স্থলাভিষিক্ত।