ওদের শাস্তি লাঘব করা হবে না এবং ওরা তাতে (শাস্তি ভোগ করতে করতে) হতাশ হয়ে পড়বে। [১]
[১] অর্থাৎ, মুক্তি পাওয়া থেকে হতাশ ও নিরাশ।