وبرزت الجحيم للغاوين ٩١
وَبُرِّزَتِ ٱلْجَحِيمُ لِلْغَاوِينَ ٩١
وَبُرِّزَتِ
الْجَحِیْمُ
لِلْغٰوِیْنَ
۟ۙ

এবং পথভ্রষ্টদের জন্য উন্মোচিত করা হবে জাহান্নাম। [১]

[১] অর্থাৎ, জান্নাত ও জাহান্নামকে প্রবেশের আগে সামনে আনা হবে। যার দরুন কাফেরদের দুঃখ ও মু'মিনদের আনন্দ আরো বৃদ্ধি পাবে।