وَّیُمْدِدْكُمْ
بِاَمْوَالٍ
وَّبَنِیْنَ
وَیَجْعَلْ
لَّكُمْ
جَنّٰتٍ
وَّیَجْعَلْ
لَّكُمْ
اَنْهٰرًا
۟ؕ

তিনি তোমাদেরকে ধন-সম্পদ ও সন্তান-সন্ততি দ্বারা সমৃদ্ধ করবেন এবং তোমাদের জন্য স্থাপন করবেন বহু বাগান ও প্রবাহিত করবেন নদী-নালা। [১]

[১] অর্থাৎ, ঈমান ও আনুগত্যের কারণে তোমরা শুধু আখেরাতের নিয়ামতই পাবে না, বরং পার্থিব জীবনেও আল্লাহ মাল-ধন এবং সন্তান-সন্ততি দান করবেন।