যদি তোমরা আশঙ্কা কর যে, (নারী) ইয়াতীমদের প্রতি সুবিচার করতে পারবে না, তবে নারীদের মধ্য হতে নিজেদের পছন্দমত দুই-দুই, তিন-তিন ও চার-চার জনকে বিবাহ কর, কিন্তু যদি তোমরা আশঙ্কা কর যে, তোমরা সুবিচার করতে পারবে না, তাহলে একজনকে কিংবা তোমাদের অধীনস্থ দাসীকে; এটাই হবে অবিচার না করার কাছাকাছি।
Notes placeholders
প্রিয় কুরআনের সাহাবী,
আমরা সর্বদা বিনামূল্যে বিশ্বকে কুরআনের জ্ঞান ও প্রযুক্তি পরিবেশন করতে প্রতিশ্রুতিবদ্ধ।
ক্রমাগত দাতব্য (সদকা জারিয়াহ) জন্য উপযুক্ত সুযোগ। মাসিক (বা একবার) দাতা হিসাবে আপনার পরকালে বিনিয়োগ করুন।