اِنَّ
الْاِنْسَانَ
لِرَبِّهٖ
لَكَنُوْدٌ
۟ۚ

অবশ্যই মানুষ তার প্রতিপালকের প্রতি অকৃতজ্ঞ। [১]

[১] এটা হল কসমের জওয়াব। এখানে 'মানুষ' বলে উদ্দেশ্য হল কাফের (অবিশ্বাসী)। অর্থাৎ, সকল মানুষ উদ্দেশ্য নয়; (যেহেতু বিশ্বাসী এরূপ নয়।) كَنُود অর্থ হল, না-শুক্র, অকৃতজ্ঞ।