والذي هو يطعمني ويسقين ٧٩
وَٱلَّذِى هُوَ يُطْعِمُنِى وَيَسْقِينِ ٧٩
وَالَّذِیْ
هُوَ
یُطْعِمُنِیْ
وَیَسْقِیْنِ
۟ۙ

তিনিই আমাকে খাওয়ান এবং তিনিই আমাকে পান করান। [১]

[১] অর্থাৎ, নানান প্রকার ও বিভিন্ন ধরনের রুযীর সৃষ্টিকর্তা। আর যে পানি আমরা পান করি, তার সরবরাহকারীও তিনি।