তাঁর কোন সন্তান নেই এবং তিনিও কারো সন্তান নন। [১]
[১] অর্থাৎ, জনক নন এবং জাতকও নন। তাঁর থেকে কিছু উদ্ভূত নয় এবং তিনিও কিছু থেকে উদ্ভূত নন।