والليل وما وسق ١٧
وَٱلَّيْلِ وَمَا وَسَقَ ١٧
وَالَّیْلِ
وَمَا
وَسَقَ
۟ۙ

এবং রজনীর আর তাতে যা কিছুর সমাবেশ ঘটে [১] তার শপথ।

[১] অন্ধকার নেমে আসতেই প্রতিটি বস্তু নিজ নিজ বাসা ও বাসস্থানে জমা ও সমাবিষ্ট হয়। অর্থাৎ, রাতের অন্ধকার যে সকল বস্তুকে নিজের আঁচল দ্বারা ঢেকে নেয়।