وَمَنْ
اَحْسَنُ
قَوْلًا
مِّمَّنْ
دَعَاۤ
اِلَی
اللّٰهِ
وَعَمِلَ
صَالِحًا
وَّقَالَ
اِنَّنِیْ
مِنَ
الْمُسْلِمِیْنَ
۟

যে ব্যক্তি আল্লাহর প্রতি মানুষকে আহবান করে, সৎকাজ করে এবং বলে, ‘আমি তো আত্মসমর্পণকারী (মুসলিম)’ তার অপেক্ষা কথায় উত্তম আর কোন্ ব্যক্তি? [১]

[১] অর্থাৎ, মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেওয়ার সাথে সাথে সে নিজেও হিদায়াতপ্রাপ্ত, দ্বীন-পালনে যত্নবান এবং আল্লাহর নিকট আত্মসমর্পণকারী অনুগত বান্দা।