ان هاذا لهو البلاء المبين ١٠٦
إِنَّ هَـٰذَا لَهُوَ ٱلْبَلَـٰٓؤُا۟ ٱلْمُبِينُ ١٠٦
اِنَّ
هٰذَا
لَهُوَ
الْبَلٰٓؤُا
الْمُبِیْنُ
۟

নিশ্চয় এটা এক সুস্পষ্ট পরীক্ষা।’ [১]

[১] অর্থাৎ, স্নেহভাজন একমাত্র সন্তানকে যবেহ করার আদেশ একটা বড় পরীক্ষা ছিল; যাতে তুমি সফল হয়েছ।