বল, ‘হে আহলে কিতাব! এমন এক কথার দিকে আসো, যা আমাদের ও তোমাদের মধ্যে একই, তা এই যে, আমরা আল্লাহ ভিন্ন অন্য কারো ‘ইবাদাত করব না এবং কোন কিছুকে তাঁর শরীক করব না এবং আল্লাহকে বাদ দিয়ে আমাদের মধ্যে কেউ কাউকে রব হিসেবে গ্রহণ করব না। তারপরও যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে বলে দাও, তোমরা এ বিষয়ে সাক্ষী থাক যে, আমরা আত্মসমর্পণকারী।
Notes placeholders
প্রিয় কুরআনের সাহাবী,
আমরা সর্বদা বিনামূল্যে বিশ্বকে কুরআনের জ্ঞান ও প্রযুক্তি পরিবেশন করতে প্রতিশ্রুতিবদ্ধ।
ক্রমাগত দাতব্য (সদকা জারিয়াহ) জন্য উপযুক্ত সুযোগ। মাসিক (বা একবার) দাতা হিসাবে আপনার পরকালে বিনিয়োগ করুন।