وَقَالَتِ
الْیَهُوْدُ
عُزَیْرُ
بْنُ
اللّٰهِ
وَقَالَتِ
النَّصٰرَی
الْمَسِیْحُ
ابْنُ
اللّٰهِ ؕ
ذٰلِكَ
قَوْلُهُمْ
بِاَفْوَاهِهِمْ ۚ
یُضَاهِـُٔوْنَ
قَوْلَ
الَّذِیْنَ
كَفَرُوْا
مِنْ
قَبْلُ ؕ
قَاتَلَهُمُ
اللّٰهُ ؗۚ
اَنّٰی
یُؤْفَكُوْنَ
۟

আর ইয়াহুদীরা বলে, ‘উযাইর আল্লাহর পুত্র’ এবং খ্রিষ্টানরা বলে, ‘মসীহ আল্লাহর পুত্র।’ এটা তাদের মুখের কথা মাত্র (বাস্তবে তা কিছুই নয়)। তারা তো তাদের মতই কথা বলছে, যারা তাদের পূর্বে অবিশ্বাস করেছে। আল্লাহ তাদেরকে ধ্বংস করুন, তারা উল্টা কোন্ দিকে যাচ্ছে!