بيضاء لذة للشاربين ٤٦
بَيْضَآءَ لَذَّةٍۢ لِّلشَّـٰرِبِينَ ٤٦
بَیْضَآءَ
لَذَّةٍ
لِّلشّٰرِبِیْنَ
۟ۚۖ

যা হবে শুভ্র উজ্জ্বল, পানকারীদের জন্য সুস্বাদু।[১]

[১] পৃথিবীর শারাবের রঙ সাধারণত অস্বচ্ছ বা ঘোলাটে হয়। কিন্তু জান্নাতের শারাব যেমন সুস্বাদু হবে, তেমনি তার রঙও হবে বড় সুন্দর (স্বচ্ছ ও অনাবিল)।