یٰۤاَیُّهَا
الَّذِیْنَ
اٰمَنُوْۤا
اِنْ
تُطِیْعُوا
الَّذِیْنَ
كَفَرُوْا
یَرُدُّوْكُمْ
عَلٰۤی
اَعْقَابِكُمْ
فَتَنْقَلِبُوْا
خٰسِرِیْنَ
۟

হে বিশ্বাসিগণ! যদি তোমরা অবিশ্বাসীদের অনুগত হও, তাহলে তারা তোমাদেরকে পূর্বাবস্থায় ফিরিয়ে দেবে, ফলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে।