ثم يطمع ان ازيد ١٥
ثُمَّ يَطْمَعُ أَنْ أَزِيدَ ١٥
ثُمَّ
یَطْمَعُ
اَنْ
اَزِیْدَ
۟ۗۙ

এরপরও সে কামনা করে যে, আমি তাকে আরো অধিক দিই।[১]

[১] অর্থাৎ, কুফরী ও অবাধ্যতা করা সত্ত্বেও সে চায় যে, তাকে আমি আরো অধিক দিই।