وَالَّذِیْنَ
یَقُوْلُوْنَ
رَبَّنَا
هَبْ
لَنَا
مِنْ
اَزْوَاجِنَا
وَذُرِّیّٰتِنَا
قُرَّةَ
اَعْیُنٍ
وَّاجْعَلْنَا
لِلْمُتَّقِیْنَ
اِمَامًا
۟

এবং যারা (প্রার্থনা করে) বলে, ‘হে আমাদের প্রতিপালক! আমাদের স্ত্রী ও সন্তান-সন্ততিদেরকে আমাদের জন্য নয়নপ্রীতিকর কর[১] এবং আমাদেরকে সাবধানীদের জন্য আদর্শস্বরূপ কর।’ [২]

[১] অর্থাৎ, তাদেরকে নিজের আজ্ঞাবহ ও আমাদের অনুগত বানাও; যাতে আমাদের চোখ ঠান্ডা হয়।

[২] অর্থাৎ, এমন সুন্দর আদর্শস্বরূপ বানাও যে, সৎকাজে তারা যেন আমাদের অনুসরণ করে।

আপনার Quran.com অভিজ্ঞতা সর্বাধিক করুন!
এখনই আপনার সফর শুরু করুন:

%