وَالَّذِیْنَ
اِذَا
ذُكِّرُوْا
بِاٰیٰتِ
رَبِّهِمْ
لَمْ
یَخِرُّوْا
عَلَیْهَا
صُمًّا
وَّعُمْیَانًا
۟

এবং যারা তাদের প্রতিপালকের আয়াত স্মরণ করিয়ে দিলে অন্ধ এবং বধির সদৃশ আচরণ করে না। [১]

[১] অর্থাৎ, তারা মুখ ফিরিয়ে নেয় না ও অমনোযোগী হয় না। এমন নয় যে, তারা কানে কালা; শুনতে পায় না অথবা চোখে কানা; দেখতে পায় না। বরং তারা ধ্যান দিয়ে শোনে।