بايدي سفرة ١٥
بِأَيْدِى سَفَرَةٍۢ ١٥
بِاَیْدِیْ
سَفَرَةٍ
۟ۙ

এমন লিপিকারদের হস্ত দ্বারা (লিপিবদ্ধ)। [১]

[১] سفرة শব্দটি سافر এর বহুবচন। এর মানে দূত। এখানে এ থেকে উদ্দেশ্য হল ফিরিশতাদল। যাঁরা আল্লাহর অহী তদীয় রসূল পর্যন্ত পৌঁছে থাকেন। অর্থাৎ, আল্লাহ এবং রসূলের মাঝে দূতের কর্ম আঞ্জাম দেন। এই কুরআন এমন দূতগণের হাতে থাকে যাঁরা তা লাওহে মাহ্ফূয থেকে বহন করেন।