নিঃসন্দেহে আমি তোমাদের জন্য এক বিশ্বস্ত রসূল। [১]
[১] অর্থাৎ, আল্লাহ যে বাণী দিয়ে আমাকে পাঠিয়েছেন, তা আমি তোমাদেরকে কম-বেশি না করে হুবহু পৌঁছে দেব।