فَانْظُرْ
اِلٰۤی
اٰثٰرِ
رَحْمَتِ
اللّٰهِ
كَیْفَ
یُحْیِ
الْاَرْضَ
بَعْدَ
مَوْتِهَا ؕ
اِنَّ
ذٰلِكَ
لَمُحْیِ
الْمَوْتٰى ۚ
وَهُوَ
عَلٰى
كُلِّ
شَیْءٍ
قَدِیْرٌ
۟
3

সুতরাং তুমি আল্লাহর করুণার চিহ্ন লক্ষ্য কর, কিভাবে তিনি ভূমির মৃত্যুর পর একে পুনর্জীবিত করেন। নিঃসন্দেহে তিনি মৃতকে জীবিত করবেন[১] এবং তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান।

[১] 'করুণার চিহ্ন' বলতে ঐ সকল ফল-ফসলকে বুঝানো হয়েছে, যা বৃষ্টির পানিতে উৎপন্ন হয় এবং মানুষের সুখ ও স্বাচ্ছন্দ্যের কারণ হয়। এখানে লক্ষ্য করা বা দেখার অর্থ হল, শিক্ষা গ্রহণের চোখে দেখা, যাতে মানুষ আল্লাহর অসীম ক্ষমতার কথা এবং কিয়ামতের দিন তিনি যে মৃতকে জীবিত করবেন, সে কথা স্বীকার করে নেয়।

Maksimalkan pengalaman Quran.com Anda!
Mulai tur Anda sekarang:

0%