وكل صغير وكبير مستطر ٥٣
وَكُلُّ صَغِيرٍۢ وَكَبِيرٍۢ مُّسْتَطَرٌ ٥٣
وَكُلُّ
صَغِیْرٍ
وَّكَبِیْرٍ
مُّسْتَطَرٌ
۟

আছে ক্ষুদ্র ও বৃহৎ সবকিছুই লিপিবদ্ধ; [১]

[১] অর্থাৎ, সৃষ্টির সমস্ত আমল এবং কথা ও কাজ লিপিবদ্ধ আছে। তাতে তা ছোট হোক বা বড়, তুচ্ছ হোক অথবা সুউচ্চ। দুর্ভাগ্যজনদের আলোচনার পর এবারে সৌভাগ্যবানদের আলোচনা করা হচ্ছে।