اِنْ
یَّنْصُرْكُمُ
اللّٰهُ
فَلَا
غَالِبَ
لَكُمْ ۚ
وَاِنْ
یَّخْذُلْكُمْ
فَمَنْ
ذَا
الَّذِیْ
یَنْصُرُكُمْ
مِّنْ
بَعْدِهٖ ؕ
وَعَلَی
اللّٰهِ
فَلْیَتَوَكَّلِ
الْمُؤْمِنُوْنَ
۟

আল্লাহ তোমাদেরকে সাহায্য করলে কেউই তোমাদের উপর বিজয়ী হতে পারবে না। আর তিনি তোমাদের সাহায্য না করলে তিনি ছাড়া আর কে আছে, যে তোমাদেরকে সাহায্য করবে? এবং বিশ্বাসিগণের উচিত, কেবল আল্লাহরই উপর নির্ভর করা।