انا نحن نحيي ونميت والينا المصير ٤٣
إِنَّا نَحْنُ نُحْىِۦ وَنُمِيتُ وَإِلَيْنَا ٱلْمَصِيرُ ٤٣
اِنَّا
نَحْنُ
نُحْیٖ
وَنُمِیْتُ
وَاِلَیْنَا
الْمَصِیْرُ
۟ۙ

আমিই জীবন দান করি, মৃত্যু ঘটাই[১] এবং সকলের প্রত্যাবর্তন আমারই দিকে। [২]

[১] অর্থাৎ, দুনিয়াতে মৃত্যু দেওয়া এবং আখেরাতে আবার জীবিত করা, এসব আমারই কাজ। এতে আমার কোন অংশীদার নেই।

[২] সেখানে আমি প্রত্যেককে তার আমল আনুযায়ী প্রতিদান দেব।