اَوْ
تُسْقِطَ
السَّمَآءَ
كَمَا
زَعَمْتَ
عَلَیْنَا
كِسَفًا
اَوْ
تَاْتِیَ
بِاللّٰهِ
وَالْمَلٰٓىِٕكَةِ
قَبِیْلًا
۟ۙ

অথবা তুমি যেমন বলে থাকো, সেই অনুযায়ী আকাশকে খন্ড-বিখন্ড করে আমাদের উপর ফেলবে অথবা আল্লাহ ও ফিরিশতাদেরকে আমাদের সামনে উপস্থিত করবে। [১]

[১] অর্থাৎ, আমাদের সামনে এসে দাঁড়িয়ে যাবেন আর আমরা তাঁদেরকে স্বচক্ষে দেখে নিব।