والذين هم لاماناتهم وعهدهم راعون ٣٢
وَٱلَّذِينَ هُمْ لِأَمَـٰنَـٰتِهِمْ وَعَهْدِهِمْ رَٰعُونَ ٣٢
وَالَّذِیْنَ
هُمْ
لِاَمٰنٰتِهِمْ
وَعَهْدِهِمْ
رٰعُوْنَ
۟

এবং যারা তাদের আমানত ও প্রতিশ্রুতি রক্ষা করে। [১]

[১] অর্থাৎ, তাদের নিকট মানুষের যেসব আমানত থাকে, তাতে তারা খিয়ানত করে না। আর লোকদের সাথে যে অঙ্গীকার করে, তা ভঙ্গ করে না, বরং তা পালন ও পূরণ করে।