فوسطن به جمعا ٥
فَوَسَطْنَ بِهِۦ جَمْعًا ٥
فَوَسَطْنَ
بِهٖ
جَمْعًا
۟ۙ

অতঃপর শত্রু দলের অভ্যন্তরে ঢুকে পড়ে। [১]

[১] فَوَسَطنَ শব্দের অর্থ হল মধ্যস্থলে ঢুকে পড়া। جَمعًا শব্দের অর্থ হল শত্রুসেনা। অর্থাৎ, সে সময় বা সেই অবস্থায় যখন আকাশ ধূলো-বালিতে ছেয়ে যায়, তখন এই অশ্বদল শত্রুসেনার মাঝে ঢুকে পড়ে আর ভীষণভাবে যুদ্ধ লড়ে।