ما اغنى عنه ماله وما كسب ٢
مَآ أَغْنَىٰ عَنْهُ مَالُهُۥ وَمَا كَسَبَ ٢
مَاۤ
اَغْنٰی
عَنْهُ
مَالُهٗ
وَمَا
كَسَبَ
۟ؕ

তার ধন-সম্পদ ও তার উপার্জন তার কোন উপকারে আসবে না।[১]

[১] উপার্জনে তার নেতৃত্ব, পদমর্যাদা এবং তার সন্তানরাও শামিল। অর্থাৎ, যখন আল্লাহর পাকড়াও এল, তখন কোন জিনিস বা কেউ তার কাজে এল না।