وما ادراك ما ليلة القدر ٢
وَمَآ أَدْرَىٰكَ مَا لَيْلَةُ ٱلْقَدْرِ ٢
وَمَاۤ
اَدْرٰىكَ
مَا
لَیْلَةُ
الْقَدْرِ
۟ؕ
3

আর কিসে তোমাকে জানাল, মর্যাদাপূর্ণ রাত্রি কি? [১]

[১] এখানে প্রশ্নবাচক শব্দ ব্যবহার করে এই রাতের মর্যাদা ও গুরুত্ব অধিকরূপে ব্যক্ত করা হয়েছে। যেন সৃষ্টি এর সুগভীর রহস্য পূর্ণরূপে জানতে সক্ষম নয়। একমাত্র আল্লাহই এ ব্যাপারে পূর্ণরূপ অবগত।